Tuesday, January 21

ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হলোনা ধনঞ্জয়েরআজই শ্রীলঙ্কা দল রওনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। তবে স্কোয়াডে থাকা সত্যেও দলের সঙ্গে ক্যারিবীয় সফরে যাওয়া হলোনা ধনঞ্জয় ডি সিলভার। ওয়েস্ট ইন্ডিজে রওনা হওয়ার আগের রাতেই ধনঞ্জয়ের বাবা নিহত হলেন আততায়ীর গুলিতে।

ধনঞ্জয়ের বাবা রঞ্জন ডি সিলভা ছিলেন একজন শহর কাউন্সিলর। বৃহস্পতিবার (২৪ মে) রাত আনুমানিক ৮টার সময় কলম্বোর দক্ষিণে রাথমালানা এলাকায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। গত ফেব্রুয়ারিতেই কাউন্সিলর নির্বাচিত হওয়া রঞ্জনের খুনিকে অবশ্য সনাক্ত করা যায়নি এখনও।

শ্রীলঙ্কা দলের সফরের সময় অবশ্য পাল্টায়নি। আজকেই তারা উড়াল দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। ধনঞ্জয়ের সতীর্থদের মধ্যে কয়েকজন হাসপাতালে গিয়ে তাঁকে জানিয়ে এসেছে সমবেদনা।

দারুণ ব্যাটিংয়ের নিজের সামর্থ্যের কথা এর মধ্যেই জানান দিয়েছেন ধনঞ্জয়। গেল বছর দিল্লি টেস্টে ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচ বাঁচানো ইনিংস। চলতি বছরের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই ১৭৩ রানের ইনিংস এসেছিল এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে। ক্যারিয়ারে মোট নেমেছেন ১৩টি টেস্টে। ৪৬.৩৪ গড়ে ১০০৬ রান করার পাশাপাশি শতক হাঁকিয়েছেন চারটি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *