Sunday, January 26

মঙ্গলবার সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ, প্রধান অতিথি ফখরুলবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ১০ এপ্রিল মঙ্গলবার রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফখরুল হক।

এছাড়া সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশকে সফল করার জন্য সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিভাগীয় সমাবেশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *