Monday, January 20

Day: March 28, 2018

সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

সিলেট
সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে আটকা পড়ায় সারাদেশের সাথে সিলেটের রেলযোগযোগ বন্ধ হয়ে যায়। বুধবার বিকাল  দিকে উপজেলার বরমচাল রেলস্টেশনের অদূরে আনফানাই ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। তেলবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ বন্ধ আছে। এদিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশনে অবস্থান করছে। এছাড়াও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলস্টেশনে অবস্থান করছে। কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।