Thursday, January 23

Day: August 23, 2018

ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের শোক

ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের শোক

ওসমানীনগর
অভিবক্ত বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক সাধারন সম্পাদক ও সিলেট জেলা পুজা পরিষদের সাবেক সহ সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগি,সমাজ সেবক সর্বজন শ্রদ্ধেয় ডাঃ জিতেন চক্রবর্তীর প্রয়ানে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলার নেতৃবৃন্দ। তারা এক শোক বার্তায় মৃতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতি দাতারা হলেন- ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভুল দত্ত,সহ সভাপতি শংকর সেন, রঞ্জু সুত্রধর (মেম্বার),পরিমল দাস, সুবোধ সুত্রধর,সুদ্বীপ আচার্য্য,সাধারন সম্পাদক উজ্জ্বল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় দেব, নেপুর গুন, কোষাধ্যক্ষ নিপ্পন সুত্রধর, সহ কোষাধ্যক্ষ রতন ধর, সাংগঠনিক সম্পাদক দেব শেখর ,সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত দেব, দপ্তর সম্পাদক শশাংক চৌধুরী, সহ দপ্তর সম্পাদক সংগ্রাম সুত্রধর প্রচা
” এই পিচ্চি চা দে – টেবিল মুছ “

” এই পিচ্চি চা দে – টেবিল মুছ “

এক্সক্লুসিভ
আব্দুল হাদী :: জন্মের পর বাবা নাম রেখেছিলেন কিন্তু সে নামে আর কেউ ডাকেনা। দিনে হাজারের অধিক লোক পিচ্চি নামেই ডাকে , সবার ডাকে সাড়া দিতে হয় । কাজটা হোটেলে সেখানে কত ধরনের মানুষের যাতায়াত ,আর কতরকমের আচার ব্যবহার ,সব মেনে নিতে হয় কেননা নাম থাকার পরও পিচ্চি নামেই চলছে জীবনের কর্মক্ষেত্র। দেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও কত শিশু পিচ্চি নামে চায়ের হোটেল থেকে শুরু করে অনেক জায়গায় কাজ করছে তার হিসেব কারো জানা আছে কিনা এ বিষয়ে সন্দেহ বিভিন্ন মহলে। অভাব মানুষকে অনেক পথে পরিচালিত করে থাকে , কিন্তু শিশু শ্রম আমাদের সমাজে অনেকটা প্রভাব বিস্তার করছে । মুখে অনেক কথা বললেও কার্যত কোন পদক্ষেপ নেই বললেইে চলে। মোঃ মইনুল ইসলাম বাড়ি সিলেট জেলার মুগলো বাজারে , কাজ করে হোটেলে বেতন আড়াই হাজার টাকা , লেখাপড়া অষ্টম শ্রেণী পর্যন্ত , বয়স যখন সাত কিংবা আট বছর তখনি বাবার মৃতে্যু হয় এর পর মায়ের কাছেই জীবনের ১৩ কিংবা ১৪ বছ