Monday, January 20

Day: September 17, 2018

”সাবেক এমপির কাধে সাবেক এমপির লাশ ”

”সাবেক এমপির কাধে সাবেক এমপির লাশ ”

ওসমানীনগর
আব্দুল হাদী :: আসা যাওয়ার মধ্যে দিয়েই সৃষ্টি অবধি চলছে জগৎ।এখানে কারো হাত নেই ,সেটা মানুষ বিশ্বাস করে।কিন্তু কখনো কখনো মানুষ এ বিশ্বাসের উপর অটল থাকতে পারেনা। সাময়িক ভাবে অনেকেই একথাটি ভূলে যায়। তাই সমাজে অবক্ষয়ের সৃষ্টি হয়ে থাকে। মানুষ চিরকাল বেচে থাকেনা , কিন্তু মানুষের কর্ম /কৃতিত্ত্ব বেচে থাকে অনাধি অনন্তকাল। একটি উপজেলার চেয়ারম্যান হওয়া , একজন সংসদ সদস্য হওয়া চারটিখানি কথা নয়। নিশ্চয় মানুষের মধ্যে যোগ্যতা থাকে এবং সমাজের জন্যে ভালো কিছু করে তাই সমাজের এরকম উচু আসনে বসার সক্ষমতা অর্জন করে। শাহ আজিজুর রহমান অখন্ডিত বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ছিলেন , এরপর সংসদ সদস্য। এর বাহিরে রয়েছে তার বর্নাঢ্য জীবন। বর্তমান প্রজন্মের কাছে তার জীবনের অনেক কিছু অজানা থাকলেও তার কর্মের সাক্ষি হয়ে আছে ইতিহাস। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ১৬ সেপ্টেম্ভর ২০১৮ ইং। তার চলে যাওয়াতে দেশের বিভিন্ন