Saturday, January 18

Month: November 2018

সিলেটে ‘২’-এ কম ‘৩’-এ বেশি!

সিলেটে ‘২’-এ কম ‘৩’-এ বেশি!

এক্সক্লুসিভ
জ্যেষ্ঠ প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরগরম সিলেট। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বুধবার (২৮ নভেম্বর)। এ দিন বিকাল পর্যন্ত সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ জন প্রার্থী। এসব প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এনপিপি, বাসদ, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা রয়েছেন। এছাড়া স্বতন্ত্র হিসেবেও অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুসারে, সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি, ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-৩ আসনে। অন্যদিকে সবচেয়ে কম, ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-৪ আসনে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে ১১ জন, স
ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ

ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ

জাতীয়, রাজনীতি
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্রে ‘ভুল তথ্য প্রদান করা হয়েছে’ বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন তাজপুর বাজার দুলিয়ার বন এলাকার মৃত গোলাম আজিজের ছেলে মো. সমর আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘তার নির্বাচনী এলাকা সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। নির্বাচনে অংশ নিতে তিনি চাকুরী থেকে ইস্তফা দিয়ে প্রার্থী হয়েছেন। সংশিষ্ট আইনানুসারে তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী আবরার ইলিয়াস অর্ণব-এর বয়স ও পেশা সংক্রান্ত তথ্যে মিথ্যার আশ্রয় নিয়েছেন।’
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি

জাতীয়
‘সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নে’র দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়া সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওই দুই সংগঠন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করে ওই দুই সংগঠন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশ গুপ্ত বলেন, ‘আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।’ রানা দাশ আরো বলেন, ‘জাতীয় সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের জন্য আমরা দীর্ঘকাল ধরে আন্দোলন করছি। আমরা আশা করব নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা থাকবে।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘যারাই রাজনীতি করবেন, সংবিধানের প্রতি তাদের মান্যতা থাকতে হবে। চার মূলনীতির কথা বলা হয়েছে। আশা করব প্রত্যেক দল এই
যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা কে কোথায় প্রার্থী

যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা কে কোথায় প্রার্থী

জাতীয়, রাজনীতি
একাদশ সংসদ নির্বাচনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পরিবারের বেশকজন সদস্য সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। বিএনপি ও জামায়াতে ইসলামির মনোনয়নে তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে চান। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারাদেশে ৩ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে অন্তত ৬ জন আছেন যাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী, মতিউর রহমান নিজামী, সৈয়দ মো. কায়সার, আব্দুল আলীম, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একাধিক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আব্দুল আলীম, কায়সার ও সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত থাকলেও নিজামী-সাঈদীর পরিবার জামায়াতে ইসলামির রাজনীতির সঙ্গে জড়িত। তবে নিজামী-সাঈদীপুত্ররা বিএন
“সিলেট-২ আসন পুনরুদ্ধারের তরে স্বতন্ত্র প্রার্থী হয়েছি”

“সিলেট-২ আসন পুনরুদ্ধারের তরে স্বতন্ত্র প্রার্থী হয়েছি”

এক্সক্লুসিভ
বদরুল ইসলাম মহসিন:: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে মহাজোট থেকে সিলেট-২ আসনে ফের জাতীয়পার্টিও যুগ্ম মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়াকে মনোনয়ন নিশ্চিত করেছে এমন খবরে গত দু’দিন ধরে আওয়ামীলীগে ও নেতা কর্মীদের মধ্যে বিভিন্ন ভাবে সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে। অবশেষে নৌকা প্রতীকের দাবিতে একাত্মা আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী গ্রুপের নেতারা। গত ২৫ নভেম্বর রোববার সিলেটের ৪টি আসনে প্রার্থী ঘোষণার পর বিশ্বনাথ-ওসমানীনগরে বিক্ষোভ মিছিল করেছেন তারা। ঐ দিন সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর পয়েন্টে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। বিশ^নাথ সদরে রাত ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসিয়া সেতু ও সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় দু’পক্ষের নেতাদের নৌকা নৌকা মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা। মহাজোটের এই সিদ্ধান
ওসমানীনগরে জামায়াত শিবিরের দুই নেতা গ্রেফতার

ওসমানীনগরে জামায়াত শিবিরের দুই নেতা গ্রেফতার

ওসমানীনগর
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে জামায়াত-শিবিরের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, উপজেলা জামায়াত ইসলামীর কর্মী গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের বশির উদ্দিনের ছেলে শাহ ওলিউর রহমান ও একই গ্রামের ওসমানীনগর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শুয়েবুর রহমান। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে এদের আটক করা হয়।
মেলেনিয়াম টেলিভিশনে নিয়োগ পেলেন ফজলুর রহমান

মেলেনিয়াম টেলিভিশনে নিয়োগ পেলেন ফজলুর রহমান

সিলেট
আমেরিকান বাংলা টেলিভিশন মেলেনিয়াম টিভি সিলেট জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মোঃ ফজলুর রহমান নিয়োগ পেয়েছেন। টেলিভিশন কর্তৃপক্ষ তাকে সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেছেন। ইউরোপ আমেরিকায় নিউজ সংক্রান্ত প্রয়োজনে বাঙালীদের একটি বড় মিলন মেলা হিসেবে রুপান্তরীত করতে সকলের সহযোগিতা কামনা করেন । এর আগে তিনি বেসরকারী টেলভিশিন চ্যানেলে এস ও ভিডিও এডিটর হিসেবে ও বাংলাভিশন, আমেরিকান বাংলা টেলিভিশন টিভিএন টুয়েন্টিফোর সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। মোঃ ফজলুর রহমান দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন। সম্প্রতি সময়ে তিনি মেলেনিয়াম টিভিতে কাজ শুরু করেন। অবশেষে মেলেনিয়াম টিভি চেনেল কর্তৃপক্ষ তাকে সিলেট জেলা প্রতনিধি হিসেবে দায়িত্ব পান। এখন থেকে আমেরিকান ও বৃটেন ইউরোপের মাটিতে নিউজ সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সকল মহলকে ফজলুর রহমান।ব্যক
সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন দাখিল

সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন দাখিল

জাতীয়, রাজনীতি
বিশ্বনাথ প্রতিনিধি:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীগণ মনোনয়ন দাখিল করেছেন। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপি ও ২০দলীয় জোটের মনোনীত প্রার্থী নিখোজ বিএনপি নেতা ইলিয়াছ আলীর সহধর্মীনী তাহশিনা রুশদীর ও তার ছেলে মোঃ আবরার ইলিয়াছ, আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান সহকারি রির্টানিং অফিসার ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আমির উদ্দিন মনোনয়ন দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, জেলা মহিলা দলের সভানেত্রী জোহরা ইয়াসমিন, উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন, সাধারণ-সম্পাদক লিলু মিয়া, যু
সিলেট-২ আসনে ইলিয়াসপত্নীকে বেছে নিল বিএনপি

সিলেট-২ আসনে ইলিয়াসপত্নীকে বেছে নিল বিএনপি

জাতীয়, রাজনীতি
নিজস্ব প্রতিবেদক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। সোমবার (২৬ নভেম্বরে) বেলা ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে তাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। বিএনপি সূত্রে জানা যায়, প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। চূড়ান্তভাবে একজন প্রার্থীকে রেখে সবাই মনোনয়ন প্রত্যাহার করবেন আগামী ৯ ডিসেম্বর। ওইদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
শমসের মবিনের গাড়িতে লাথি

শমসের মবিনের গাড়িতে লাথি

জাতীয়, রাজনীতি
নিজস্ব প্রতিবেদক:: সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরীর গাড়িতে লাথি দিয়েছে এক বিএনপি সমর্থক। বুধবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মনোনয়নপত্র জমা দিয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে সেখানে উপস্থিত বিএনপি সমর্থকরা বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে শমসের মবিন চৌধুরীর গাড়িতে লাথি দেয়ার ঘটনা ঘটে। এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন শমসের মবিন। এ সময় শমসের মবিন বলেন, আমি আশাবাদী এই আসনে আমাকে মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে মহাজোটের মধ্যে আলাপ-আলোচনা চলছে। আশা করি শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দেবে।