Friday, January 24

Day: December 26, 2018

কৌশলী হতে চায় পূর্বা

কৌশলী হতে চায় পূর্বা

ওসমানীনগর
ওসমানীনগর প্রতিনিধি:: জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাসের কৃতিত্ব অর্জণকারী দেবস্মিতা পাল পূর্বা ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সে ওসমানীনগরের সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সব বিষয়ে গোল্ডেন এ-প্লাসের কৃতিত্ব অর্জণ করে। সে বালাগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক প্রণয় কুমার পাল ও সাদিপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী সম্পা রাণী দত্ত দম্পত্তির কন্যা। মেয়ের এই কাঙ্কিত ফলাফল অর্জণে পূর্বার বাবা-মা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের আর্শিবাদ কামনা করেছেন।
“সিংহ নির্বাচিত হলে ওসমানীনগর-বিশ্বনাথ মডেল উপজেলা রুপান্তরিত হবে”

“সিংহ নির্বাচিত হলে ওসমানীনগর-বিশ্বনাথ মডেল উপজেলা রুপান্তরিত হবে”

ওসমানীনগর
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-২ আসনের সিংহ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদার। বুধবার উপজেলার তাজপুর কদমতলাস্থ একটি বেসরকারী প্রতিষ্টানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ওসমানীনগর উপজেলার শাখার অন্তর্ভুক্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদিকদের সাথে কোশল বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, আমি সব সময়ই মিডিয়ামুখী একজন মানুষ। সাংবাদিকক বন্ধুদের আমি আমার পরিবারভুক্ত হিসেবে মনে করি। এদিকে সময় স্বল্প থাকায় এনাম সরদার নির্বাচনী এলাকায় চলে গেলে তার পক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস খান। প্রেস ব্রিফিংয়ে দেয়া বক্তব্যে তারা বলেন, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদার এমপি পরিবারের উ
“ভোটোর মাটে এনাম সরদার : সিংহ মার্কা জিতবে এবার “

“ভোটোর মাটে এনাম সরদার : সিংহ মার্কা জিতবে এবার “

ওসমানীনগর
ওসমানীনগর প্রতিনিধি : ভোটের মাটে এনাম সরদার , সিংহ মার্কা জিতবে এবার এমনটাই বলছেন সিলেট - ২ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদারের কর্মী সমর্থকেরা। তাদের দাবী তারা এখনো ভোটের মাটে এগিয়ে রয়েছেন। ওসমানীনগর ও বিশ্বনাথের ১৬টি ইউনিয়ন জুড়েই চলছে সিংহ প্রতীকের ব্যাপক প্রচার প্রচারনা। যেদিকেই যাচ্ছেন সেদিকেই সিংহ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হচ্ছে এমনটাই জানালেন সিংহ প্রতীকের প্রার্থী এনামুল হক সরদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে বিশ্বনাথ এবং ওসমানীনগর দুই উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের জন্যে কাজ করবেন এবং সাধারণ মানুষের পাশেই থাকবেন। কোন দল বা মতের কাছে জিম্মি না হয়ে সবার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন সবার উন্নয়নের জন্যে। ভোটার মঞ্জুর আহমদ, মিজানুর রহমান বলেন , ৩০ তারিখের নির্
ওসমানীনগরের একাংশ সাংবাদিকদের সাথে এনামুল হক সরদারের সমন্বয়

ওসমানীনগরের একাংশ সাংবাদিকদের সাথে এনামুল হক সরদারের সমন্বয়

ওসমানীনগর
ওসমানীনগর প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ওসমানীনগর উপজেলা শাখার সাংবাদিক বৃন্দের সাথে সিলেট - ২ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদারের সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্টিত হয় বুধবার তাজপুরে। উপজেলার একাংশ সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন না করায় তার সকল সংবাদ বর্জনের সিন্ধান্ত গ্রহন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সমন্বয় ও মত বিনিময় সভায় তিনি বিষয়টিকে ভূল বোঝাবুঝি হয়ে গেছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান। উপস্থিত সকল সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে বিষয়টির সমন্বয় হলে এনামুল হক সরদারের সংবাদ প্রচার করা হবে বলেও জানানো হয় সভায় । এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক উজ্জ্বল দাশ , শেখ ফয়সল , শামিম আহমদ , আব্দুশ শহিদ , মোঃ ফজলুর রহমান , আব্দুল হাফিজ সোহেল , মলয় চক্রবর্তী প্রমূখ।