Saturday, January 18

Day: August 2, 2019

ওসমানীনগরে দয়ামীর জামে মসজিদের পুনঃনির্মাণ শেষে জুমার নামাজ আদায়

ওসমানীনগরে দয়ামীর জামে মসজিদের পুনঃনির্মাণ শেষে জুমার নামাজ আদায়

ওসমানীনগর
ওসমানীনগরনিউজ ডটকম :: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর জামে মসজিদের প্রথম তলার পুনঃনির্মাণ কাজ শেষে শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। স্থানীয় সুত্রে জানাযায় , ১৭৯০ সালে উপজেলার ”দয়ামীর জামে মসজিদ” নির্মাণ করেন শেখ আলী বক্ স । এর পর স্থানীয়দের সহযোগীতায় দ্বিতিয়বার পুনঃনির্মাণ করা হয় ১৯৮৫ সালে। পরবর্তিতে ভিত্তবান এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় তৃতীয়বারের মতো পুনঃনির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালে। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ,প্রথম তলার কাজ সম্পন্ন হলেও এখনো রয়েছে অনেক কাজ , যা সম্পন্ন হতে প্রয়োজন ১ কোটি টাকা। মসজিদের মোতাওয়ালী বদরুল আলম চৌধুরী জানান , প্রবাসে যারা বসবাস করেন এবং স্থানীয় সকল ভিত্তবানরা এগিয়ে আসলে আর্থিক সংকঠ কাটিয়ে মসজিদের পুনঃনির্মান কাজ সম্পন্ন হয়ে যাবে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোশাহিদ আলী ও কমিটির সদস্য আব্দুর রুপ আব্দুল বলেন , প্রাচিনতম মসজ